আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় ডাহা ব্যর্থ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিশেষ করে ভারত অধিনায়ক। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথ টেস্টে খেলেননি। কিন্তু পরের তিন টেস্টে ব্যাটে রান নেই। অবসরের কথা উঠতে শুরু করেছে। রোহিতকে লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাক্তনরা। বাদ যাচ্ছেন না কোহলিও। গোটা বর্ডার-গাভাসকর সিরিজে একইভাবে আউট হন। অফ স্ট্যাম্পের বাইরে যাওয়া বলে খোঁচা মারার স্বভাব যায়নি বিরাটের। এবার দলের দুই সিনিয়র প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের ভাবতে বাধ্য করলেন সুনীল গাভাসকর। কোহলির বিষয়ে তাঁর ফুট মুভমেন্টকে দায়ী করলেন। সানি বলেন, 'ওর পা বলের পিচ পর্যন্ত পৌঁছচ্ছে না। পা সরাসরি পিচের দিকে যাচ্ছে, বলের দিকে নয়। পা বলের দিকে গেলে, বল ব্যাটের মাঝে লাগতে বাধ্য। পা মুভ করছে না বলে, ও বলটা তাড়া করে ফেলছে। এটাই ওর সঙ্গে বারবার হচ্ছে।'
বাকি ক্রিকেট পণ্ডিতদের মতো, কিংবদন্তি মনে করেন, দুই সিনিয়র তারকাকে নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে। কারণ, তাঁদের থেকে যে পারফরম্যান্স প্রত্যাশা করা হয়, সেটা পাওয়া যাচ্ছে না। গাভাসকর বলেন, 'সবকিছু নির্বাচকদের ওপর নির্ভর করছে। ওদের থেকে যে অবদান আশা করা গিয়েছিল, সেটা পাওয়া যায়নি। টপ অর্ডারকে রান করতে হবে। টপ অর্ডার খেলতে না পারলে, লোয়ার অর্ডারকে দোষ দিয়ে লাভ নেই। সিনিয়ররা কোনও অবদান রাখতে পারেনি। ওদের শুধু একটা দিন ব্যাট করতে হত। তারপর সিডনিতে যা হওয়ার হত।' সানি মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই শোচনীয় অবস্থার প্রধান কারণ সিনিয়রদের ব্যর্থতা। কিংবদন্তি মনে করেন, টপ অর্ডার ব্যর্থ হওয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে এই জায়গায় ভারত।
